সোমালিয়া ওয়েব নিউজ: টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি নিজের হাতে পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে খেতে দিয়েছেন ছেলেকে। সঙ্গে অনেক আদর। প্রাণভরা আশীর্বাদ।
রচনা আর প্রনীল পাশাপাশি দাঁড়ালে যদিও মা-ছেলে মনে হওয়ার যো নেই। বিশেষ দিনে অভিনেত্রী, সঞ্চালিকা অনায়াস ডেনিম ড্রেসে। পাশে লাল-সাদা পোশাকে ‘বার্থ ডে’ বয়। দু’জনেই দু’জনকে আদরে ভরিয়ে দিয়েছেন। ছিল কেক-কাটা পর্বও। এক পাশে মা আর এক পাশে দিদা। তারপর কেক কাটা। এই যদি উদ্যাপনের প্রথম পর্ব হয় তা হলে দ্বিতীয় পর্বে অবশ্যই দুপুরের ভুরিভোজ। ব্যস্ততম মা এদিন পোক্ত রাঁধুনি। নিজের হাতে রেঁধে রুপোর থালা-বাটিতে সাজিয়ে দিয়েছেন পাঁচরকম ভাজা, ইলিশ মাছ, দই, পায়েস, চাটনি। এত কিছুর পরেও একমাত্র সন্তানের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা তাঁর।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল