October 5, 2025

নীল রঙের লবস্টারের দেখা মিললো সমুদ্রে

সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্র মানেই রহস্যের ঘেরাটোপে জলরাশি। নীল জলরাশিতে নীল রঙের চিংড়ির দেখা মিললো। যা নিয়ে শোরগোল বিশ্বজুড়ে। নীল রঙের বিরলতম এই লবস্টার ১০ লক্ষের মধ্যে একটি হয়। তা হলে বোঝাই যাচ্ছে যে, এই লবস্টার সহজে চাক্ষুস করা কতটা কঠিন ব্যাপার।সম্প্রতি আমেরিকার এক মৎস্যজীবীর জালে উঠেছিল এই বিরলতম লবস্টার। লার্স-ইয়োহান লারসন নামে ওই মৎস্যজীবী লবস্টারের ছবি শেয়ার করেছেন। গাঢ় নীল রঙের সেই লবস্টারকে দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। পোর্টল্যান্ডে সমুদ্রে মাছ ধরার সময় লারসনের জালে ওঠে এই বিরলতম লবস্টার। তবে সেটিকে ফের জলে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন লারসেন। বেশির ভাগ লবস্টার হয় কাদা রঙের বা লাল রঙের। ইউনিভার্সিটি অব মেইন-এর লবস্টার ইনস্টিটিউট-এর মতে, জিনগত অস্বাভাবিকতার জন্যই এই লবস্টারের গায়ের রং নীলচে হয়।

Loading