October 5, 2025

নতুন ছবিতে নতুন লুকে ঐশ্বর্য রাই বচ্চন

সোমালিয়া ওয়েব নিউজ: নতুন ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের লুক প্রকাশ্যে আসতেই ফ্যানেদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ‘পোন্নিয়্যান সেলভান’ ছবির মাধ্যমে প্রায় ৩ বছর পর এই ছবি দিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবিতে ঐশ্বর্যকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। যার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়্যান সেলভান’ ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। পেজুভুরের রানি নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে দেখা যাবে বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালার মতো তারকাদের। ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বর্য। ক্যাপশনে তিনি লিখেছেন, স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর। সবমিলিয়ে নতুন লুক দেখে খুশি অনুরাগীরা।

Loading