October 5, 2025

ডিজাইনার গৌরী খানকে নিয়ে কৌতুহল নেট দুনিয়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড সুপার স্টার শাহরুখ খানের স্ত্রী ছাড়াও গৌরী খান একজন দক্ষ ডিজাইনার। বাড়ি থেকে অফিস সাজিয়ে তোলার ক্ষেত্রে তাঁর দক্ষতা অসাধারন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, “আমি খুব ভাল কাজ করতে চাই। হয়তো বিশ্বখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার হতে পারব না। তবে জীবনে কিছু করতে খুব বেশি দেরি হয় না। আমি আমার লক্ষ্যে চলছি। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে। আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, একজন সফল মহিলা হিসেবে গর্ব অনুভব করি।” বিশেষ সূত্রে জানা গিয়েছে, এ পর্যন্ত বহু তারকার বাড়ি সাজিয়েছেন অভ্যন্তরীণ সজ্জাশিল্পী গৌরী খান। কর্ণের সন্তানের জন্য নার্সারি সাজানো থেকে শুরু করে, অভিনেতা রণবীর কপূরের মহল সাজানো, জ্যাকলিন ফার্নান্ডেজের আবাসনকে নতুন রূপ দিয়েছেন তিনি। নীতা এবং মুকেশ অম্বানীর অ্যান্টিলিয়ার জন্যও একটি পার্টিরুম নকশা করেছিলেন গৌরী খান। তাই বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রীর পরিচয় ছাড়াও গৌরী খানের নিজস্ব একটা পরিচয় আছে বলা যায়।

Loading