October 5, 2025

পার্থেনিয়াম- এক নীরব ঘাতক

সোমালিয়া ওয়েব নিউজ: মানুষের জীবনে অন্যতম নীরব ঘাতক হল ব্লাড সুগার। যার হয়েছে একমাত্র সেই জানে এর মাহাত্ম্য। আক্রান্ত ব্যক্তির জীবন একেবারে বরবাদ করে দেয়। যদিও এটি সামাজিক সমস্যা নয়, ব্যক্তিগত সমস্যা। গোটা বিশ্বের চিকিৎসককুল ব্লাড সুগার নিয়ে খুবই চিন্তিত।কিন্তু গত কয়েক বছর ধরে মানুষের সমাজ জীবনে আর একটি সমস্যা দেখা দিয়েছে এবং মানুষের অজান্তেই যেটা দিনের পর দিন মারাত্মক আকার ধারণ করছে। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, হাঁপানি, অ্যালার্জি, একজিমা প্রভৃতির মত মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছে। এর হাত থেকে গবাদিপশুরও রেহাই নাই। এই আগাছা খেলে অনেক সময় তাদের অন্ত্রে ঘা দেখা দেয়। দুধ উৎপাদনও কমে যায়। এমনকি পার্থেনিয়াম বেশ কিছু সব্জী উৎপাদন ব্যাহত করে। ফসল উৎপাদন কমিয়ে দেয়। পার্থেনিয়াম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সবটাই ক্ষতিকারক। এর ফুলের রেণুতে আছে সেস্কুটার্পিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ যেটা ক্যাফেইক অ্যাসিড, পি-অ্যানিসিক অ্যাসিড, ভ্যানিলিক অ্যাসিড, অ্যানিসিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড এবং প্যারা-হাইড্রক্সি বেনজয়িক অ্যাসিড প্রভৃতি বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। এগুলো জীবদেহের সংস্পর্শে এলে বিপদ অনিবার্য।
মানবকুলকে বাঁচিয়ে রাখতে এই নীরব ঘাতক পার্থেনিয়াম নির্মূল করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক মহল।

Loading