October 6, 2025

না ফেরার দেশে চলে গেলেন ‘এক টাকার ডাক্তার

সোমালিয়া ওয়েব নিউজ: মাত্র কয়েক দিন আগে প্রাণচঞ্চল প্রিয় ডাক্তার বাবুকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে ওঠে সাধারণ মানুষ। তখন থেকেই আশঙ্কার কালো মেঘ জমতে থাকে। জমবেই বা না কেন? জ্যামিতিক হারে অধিকাংশ ডাক্তাররা যেখানে ‘ফিজ’ বাড়িয়ে চলেছেন সেখানে দীর্ঘ ৫৭ বছর ধরে মাত্র ‘এক টাকার’ বিনিময়ে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন ফিরিয়ে দিয়েছেন। সেইসব মানুষের কাছে স্বাভাবিকভাবেই ডাক্তার বাবু অমর, কোনো রোগ হতে পারে না। চরম সত্যটা মেনে নিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে ‘না ফেরার দেশে’ চলে গেলেন বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের অন্যতম প্রিয় ছাত্র ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর সময় রেখে গেলেন একমাত্র কন্যা মন্দিরা ও জামাতা অঞ্জন এবং অসংখ্য গুণমুগ্ধকে। কয়েক বছর আগেই তিনি হারিয়েছিলেন পত্নী ছায়া দেবীকে।বীরভূম ও আশেপাশের মানুষের কাছে তিনি ‘এক টাকার ডাক্তার’ নামে পরিচিত ছিলেন। প্রতিদিন প্রায় দেড়শ জনের মত রুগী দেখতেন। রোগীদের কাছে তার ডিগ্রি নয় মানুষটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।

Loading