October 6, 2025

মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে পথ অবরোধ, পোড়ানো হলো প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা


সোমালিয়া সংবাদ, শেওড়াফুলি: ভিক্টোরিয়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে অপমান করার তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার শেওড়াফুলিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। বৈদ্যবাটি শহর তৃনমুল কংগ্রেসে উদ্যোগে শেওড়াফুলি ফাঁড়ির জিটি রোড অবরোধ করা হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শনিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে বক্তব্য দিতে যাওয়ার সময় হঠাৎ ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে। কোন রাজনৈতিক অনুষ্ঠান না হয়েও কি করে সেখানে রাজনৈতিক স্লোগান ওঠে সেই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য না রেখেই নেমে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দেশনায়ক নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে যেখানে প্রধানমন্ত্রী, রাজ্যপালসহ বহু বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত থাকা সত্বেও এই ঘটনা কিভাবে ঘটে সেই নিয়ে নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এবার সেই ঘটনার আঁচ এসে পড়লো হুগলি জেলায়। এছাড়া সোমবার পুরশুড়ায় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। সেই সভা যাতে সুষ্ঠভাবে হয় সেই প্রার্থনা জানিয়ে বৈদ্যবাটি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য সুবীর ঘোষের নেতৃত্বে মন্দিরে পুজো ও হোমযজ্ঞ করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Loading