October 6, 2025

প্রচারের আড়ালে আন্দোলন চলছে বামেদের, অনুষ্ঠিত হল জাঠা মিছিল

সোমালিয়া সংবাদ, রিষড়া: রাজ্যজুড়ে এখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলবদলের হাওয়া। প্রতিদিনই সংবাদমাধ্যমের শিরোনামে এখন তারা জায়গা করে নিয়েছে। বর্তমানে নতুন সংযোজন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অপমান। আর এই নিয়েই পাতার পর পাতা কালি খরচ হচ্ছে। চ্যানেলে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চলছে। আর তার আড়ালে দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে বাম সংগঠনগুলি। এর ফলে কেন্দ্রের শাসক দল বিজেপির ঘুম উড়ে গেছে। কারন  বাম শিবির যতই শক্তিশালী হবে ভোট কাটাকাটির হিসাবে ততই দুর্বল হবে বিজেপি। জানা গেছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ করেছে। আর তারই মধ্যে রবিবার বামেদের উদ্যোগে জাঠা মিছিল অনুষ্ঠিত হল রিষড়া গ্রামীণ এলাকায়।সিপিএমের রিষড়া এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য জয়দেব চ্যাটার্জী, এরিয়া কমিটির সম্পাদক সুদীপ সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রচার জাঠায় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে এদিন তারকেশ্বর শহরজুড়ে বাম কৃষক সংগঠনগুলির উদ্যোগেও জাঠা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে মূলত তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানানো হয়।

Loading