সোমালিয়া সংবাদ, গৌরসৈন : সিনেমাতেই এরকম হয়, বাস্তবে এ ধরনের ঘটনা অবাস্তব বলেই সকলে মনে করেন। আর সেই অবাস্তব ঘটনাই রবিবার বাস্তবে পরিণত হল। মাত্র উনিশ বছর বয়সে সৃষ্টি গোস্বামী নামে এক তরুণী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসলেন।তবে পাকাপাকিভাবে নয়, মাত্র চব্বিশ ঘন্টার জন্য। আর এতেই অভিভূত তৃতীয় বর্ষের বি এস সি ছাত্রী সৃষ্টি। তিনি বলেন, এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এতটাই অভিভূত। জানা গেছে, ২৪ জানুয়ারি জাতীয় বালিকা দিবস। আর এদিনই তাঁকে সম্মানিত করে উত্তরাখণ্ড সরকার। এদিন তিনি রাজধানী গৌরসৈন থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন। তিনি যে সমস্ত প্রকল্প পর্যালোচনা করেন তার মধ্যে ছিল ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রকল্প’, পর্যটন বিভাগের ‘হোম স্টে প্রকল্প’ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সৃষ্টি রাজ্যের শিশু বিধানসভার মুখ্য পদে রয়েছেন। জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করার আগে বিভিন্ন বিভাগের আধিকারিকরা তাঁকে বিভিন্ন বিষয়ে বিশদে সমস্ত কিছু বুঝিয়ে দেন। এই ঘটনা সৃষ্টির জীবনে একটা মাইলস্টোন হয়ে থাকবে কোন সন্দেহ নেই। পাশাপাশি রাজ্য শাসন ব্যবস্থায় এ ধরনের ঘটনা বৈচিত্র্যময় হয়ে উঠবে। আগামী দিনেও যদি এ ধরনের প্রক্রিয়া জারি থাকে এবং অন্যান্য রাজ্যগুলি অনুসরণ করে তাহলে তরুণ-তরুণীদের মধ্যে রাজনীতি সচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে কোন সন্দেহ নেই।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর