October 6, 2025

বিজয় দেবেরাকোণ্ডার সাথে ডেটে যাওয়ার আশা প্রকাশ বলিউড অভিনেত্রী সারা আলি খানের

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড স্টার
বিজয় দেবেরাকোণ্ডাকে উন্মাদনা শুধু নেট দুনিয়ায় নয় বলিউড অভিনেত্রীদের মধ্যেও রয়েছে।
জাহ্নবী কপূর থেকে সারা আলি খান— সবার মুখেই এখন শুধুই বিজয়ের নাম। বিশেষত কর্ণের শো ‘কফি উইথ কর্ণ’-এ সারার মনের ইচ্ছে প্রকাশের পরই আরও চর্চায় নায়ক।সারাকে এই বিষয়ে সংবাদ মাধ্যম জানতে চাইলে তিনি কোন নায়ককে ‘ডেট’ করতে চান। তখনই নিজের মনের ইচ্ছা প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আমি বিজয় দেবেরাকোণ্ডাকে ডেট করতে চাই।এ কথা শোনার পর কী করলেন বিজয়? তিনিও কিন্তু কম যান না। সারাকে মেসেজ করেছিলেন নায়ক। সে কথা প্রকাশ্যে আনেন বিজয় নিজেই। তাঁর আগামী ছবি ‘লাইগার’-এর প্রচার অনুষ্ঠানে এসে অভিনেতা বলেন, “সারা আমাকে ভাল অভিনেতা বলেছেন, তাঁর এই কথায় আমি আপ্লুত। কিন্তু সম্পর্ক, সেই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।এই আগামী ছবির প্রচার নিয়ে চূড়ান্ত ব্যস্ত নায়ক। অনন্যা পাণ্ডের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। ২৫ অগস্ট মুক্তি পাবে লাইগার।ইতিমধ্যেই লাইগার নিয়ে শোরগোল নেট পাড়ায়।

Loading