October 6, 2025

চোখের কোনে জাতীয় পতাকা আঁকলেন শিল্পী

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে তামিলনাড়ুর এক শিল্পী এমন একটা কাণ্ড ঘটালেন,যা ঘিরে হইহই রব।মিনিয়েচার আর্টিস্ট হিসেবেই পরিচিত তামিলনাড়ু কোয়েম্বাটোরের ইউএমটি রাজা। তিনি একজন এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও।  এই বছরটি ভারতের স্বাধীনতার ৭৫তম বছর। সেই উপলক্ষ্যেই সচেতনতা প্রসারের জন্য দুঃসাহসিক উপায় বের করেছেন তামিলনাড়ুর এই শিল্পী।তেরঙ্গার একটি মিনিয়েচার ছবি এঁকেছেন তিনি। সেখানেই থামেননি। সেই ছবিটি নিজের ডান চোখেও বসিয়েছেন ইউএমটি রাজা। এই শিল্পকর্ম তৈরি করতে বিস্তর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইউএমটি রাজা। প্রথমে ডিমের সাদা খোসা নিয়েছেন। সেটির উপর একটি খুব পাতলা ফিল্মজাতীয় কাপড় রেখে তার উপর একটি ক্ষুদ্র জাতীয় পতাকা এঁকেছেন। তারপর সেটিকে চোখের স্ক্লেরায় স্থাপন করেছেন। আঁকার জন্য তো সময় লেগেইছে। চোখের ভিতরে এটি রাখতে তাঁর সময় লেগেছে ৩ ঘণ্টারও বেশি। কাজটি যথেষ্ঠ ঝুঁকিপূর্ণও ছিল।   চোখে তেরঙা পতাকা বসানোর মতো দুঃসাহসিক কাজ করার আগে, তিনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছিলেন। তাঁরা এটি না করার পরামর্শ দিয়েছেন, কারণ এটি চোখে  অ্যালার্জি ঘটাতে পারে, চোখে চুলকানিও হবে। কিন্তু স্বাধীনতা সংগ্রাম নিয়ে সচেতনতা সৃষ্টি করতে বদ্ধপরিকর ছিলেন শিল্পী। সেই বাধ্যবাধকতার কারণেই বিশেষ অনুমতি ও সতর্ক নজরদারির মধ্যে তিনি এই কাজ করেছেন।

Loading