সোমালিয়া সংবাদ, খানাকুল: সোমবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে খানাকুলের সেকেন্দারপুর মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সভা থেকে তিনি খানাকুলের উন্নয়ন ও সমস্যা নিয়ে মন্তব্য করেন। তিনি বক্তব্য রাখার সময় খানাকুলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলেন। তিনি খানাকুলের মানুষদের উদ্দেশ্যে বলেন, খানাকুলে একটা হাসপাতাল আছে। তোমাদের দীর্ঘদিনের দাবি হাসপাতালটা ভাল করার জন্য। আজকে আমি বলে যাচ্ছি, ওটা ৬০ বেডের হাসপাতাল। আমি ১০০ বেডের করে দেব। সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত জনগণ উচ্ছ্বাসে ফেটে পড়েন। উল্লেখ্য, খানাকুল গ্রামীণ হাসপাতালে এখন অনেক চিকিৎসাই হয়। কিন্তু বড়সড় কিছু ঘটে গেলে তড়িঘড়ি আরামবাগ মহকুমা হাসপাতাল রোগীদেরকে নিয়ে যেতে হয়। এর ফলে চরম সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে। তাই হাসপাতালের উন্নতি হলে খানাকুলের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন খানাকুলে অবস্থিত রাজা রামমোহন রায় কলেজের সমস্যা নিয়েও কথা বলেন। তিনি বলেন, এখানে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল। এখানে একটা কলেজ রয়েছে। আমি জানি ওই কলেজে কিছু স্টাফ দরকার এবং বয়েজ হোস্টেল দরকার। সেটা আমি অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলে এসেছি। ওটা আমরা করে দেব। স্বাভাবিকভাবেই এই জোড়া পাওনাতে ভীষণ খুশি খানাকুলের মানুষ। খানাকুলে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তাঁদেরকে এই জোড়া উপহার দিয়ে যাবেন তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক