সোমালিয়া ওয়েব নিউজ: সিবিআই, ইডি, সিআইডি, পুলিশ ইত্যাদি এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিন ধরেই ধিকিধিকি করেই বাড়ছিল। প্রত্যেকটি বিরোধী দলের অভিযোগ – বিরোধীদের হেনস্থা করার জন্য শাসকদল, কেন্দ্র বা রাজ্য, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইসব এজেন্সিগুলোকে ব্যবহার করে চলেছে। কেন্দ্রের শাসকদলের অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের পেছনে সিবিআই ও ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। অতীতে কম থাকলেও বর্তমানে এই প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এর বিরুদ্ধে বিজেপি বিরোধী প্রতিটি দলই তাদের ক্ষোভ চেপে রাখতে পারেনি। তাদের মূল অভিযোগ একই অপরাধের জন্য শাসক দলের নেতারা ছাড় পেলেও সিবিআই ও ইডিকে দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করা হচ্ছে। তারই প্রতিবাদে গুসকরা শহর তৃণমূলের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন করা হয়। দলের সর্বস্তরের নেতাদের উপস্থিতিতে মিছিল শুরু হয় গুসকরা বারোয়ারি তলা থেকে। গুসকরা বাসস্ট্যান্ড, স্কুলমোড়, পুরসভার পাশ দিয়ে মিছিল পুনরায় বারোয়ারি তলায় এসে শেষ হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও তৃণমূল কর্মীরা মিছিলে সামিল হয়। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা ছিল। মিছিলের জন্য এক সময় যানজটের সৃষ্টি হলে গুসকরা ট্রাফিক গার্ডের আধিকারিকরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক