সোমালিয়া ওয়েব নিউজ: আলিয়া ভট্টের নতুন ছবি।তাঁর প্রজোজনায় নতুন ছবি ডার্লিংস। অভিনেত্রী শেফালি শাহ ‘ডার্লিংস’-এ কাজ করতে গিয়ে মেয়ে হিসাবে পেলেন আলিয়া ভট্টকে। মাতৃত্ব যেন পূর্ণতা পেল শেফালির। এক সাক্ষাৎকারে এমন অনুভূতিই ভাগ করে নিলেন তিনি। এই ছবির গল্পে দেখা যাচ্ছে, প্রেম করে বিয়ে। তবু বিয়ের পর বদলে গিয়েছে প্রেমিক হামজা। পান থেকে চুন খসলে স্ত্রী বদরুন্নিসার উপর অকথ্য নির্যাতন করত সে। তখন বদরুর পাশে দাঁড়ায় মা শামসুন্নিসা। আদরের মেয়ের করুণ পরিণতি দেখে তার বুকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মেয়েকে খড়্গহস্ত হতে শেখায় মা। সেই গল্প নিয়েই আলিয়ার প্রযোজনায় নতুন ছবি ‘ডার্লিংস’ এখন নেটফ্লিক্স মাতাচ্ছে।মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শেফালি। মেয়ের ভূমিকায় আলিয়া।সেই ছবি ঘিরে এক অদ্ভুত আবেগ কাজ করেছে শেফালির। জানান, আলিয়ার প্রতি বাৎসল্যে তাঁর মন ভিজে যায়। কাজের সময় দু’জনের রসায়নও ছিল অনবদ্য। মেয়ের মা হওয়ার সুপ্ত ইচ্ছেও পূরণ হয়ে গিয়েছে তাঁর।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল