সোমালিয়া ওয়েব নিউজ: কর্মসূত্রে যে দপ্তরের সঙ্গে উত্তর দমদমের বাগুইহাটির স্মৃতিরূপা হাজরা যুক্ত তাতে ইচ্ছে করলেই তিনি নিজের জন্মদিন অফিসের সহকর্মী ও আত্মীয় স্বজনদের সঙ্গে চারদেওয়ালের মাঝে উৎসবের মেজাজে পালন করতেই পারতেন। সেখানে থাকত মৃদু বাজনার তালে মায়াবী আলোর ঝলকানি, বাড়িতে থাকত রঙিন ঝলমলে পোশাক পরিহিত আত্মীয় স্বজনের ভিড়, নিজের পেশার জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি, টেবিল ভরে যেত দামি দামি উপহারে, কেক কাটার সময় ঝলসে উঠত ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব – সব মিলিয়ে সৃষ্টি হতো এক স্বপ্নময় পরিবেশের এবং সেটাই হতো স্বাভাবিক ঘটনা। অথচ তিনি নিজের জন্মদিন পালন করলেন উত্তর দমদমের শরৎ বসু রোডের শরৎ কলোনির ‘আদরবাসা’-র একঝাঁক আদরের ফুটফুটে অসহায় শিশুদের সঙ্গে।১৯ শে আগষ্ট ছিল স্মৃতিরূপার জন্মদিন। মা-আশীর্বাদ মাথায় নিয়ে দুপুর নাগাদ চলে আসেন ‘আদরবাসা’-র আদরের বাসায়। সঙ্গে নিয়ে এসেছিল বড় কেক, প্রচুর খাবার ও অফুরন্ত ভালোবাসা। তারপর সে মেতে ওঠে আদরবাসার ক্ষুদেদের সঙ্গে। তাদের উপস্থিতিতে সে জন্মদিনের কেক কাটে। তারপর সেগুলি একে একে তুলে দেয় সেখানে উপস্থিত শিশুদের হাতে। শুধু তাই নয় তাদের হাতে খাবারের প্যাকেটও তুলে দেন। দামি পার্থিব উপহার না পেলেও বিনিময়ে সে পেল ঐসব অসহায় শিশুদের অকৃত্রিম হাসি ও বুকভরা ভালবাসা। একইসঙ্গে এখানে আবার আসার জন্য আন্তরিক আমন্ত্রণ।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন