October 6, 2025

মাধুরী দীক্ষিত ৫৫ বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় রীতমত ঝড় তুলছেন

সোমালিয়া ওয়েব নিউজ: বছর বয়সেও যেন মাধুরী আজ সৌন্দর্যের ঠিকানা ৷ সম্প্রতি ঝলক দিখলা যার সেটে দেখতে পাওয়া গিয়েছে মাধুরী দীক্ষিতকে ৷ শাড়ি পরে তিনি যেন সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন।অপরদিকে মাধুরীকে সমানে সমানে টক্কট দিচ্ছেন নোরা ফতেহি।ঝলক দিখলাজার সেটে সেজেগুজে নোরা উপস্থিত হয়েছেন ৷ তিনি যেন সমানে সমানে টক্কর দিয়েছেন। মাধুরী ও নোরার নতুন লুকের ভিডিও ও ছবি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ লালের উপরে পল্কা ডট শাড়ি দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাধুরী দীক্ষিতের এই লুক তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের এই সুন্দর লুকে তিনি তোলপাড় করেছেন সোশ্যাল মিডিয়ায়।নোরা ফতেহিকে দুর্ধর্ষ দেখতে লাগছে কমলা শাড়িতে রূপে লাবণ্যে যেন যে কোনও কাউকে অতি সহজেই কাত করে দিতে পারেন।শাড়ির সঙ্গে স্টাইলিশ আঁচল, রূপ যেন ফুটে উঠেছে নোরা ফতেহির ৷ নতুন লুকে সাইক্লোন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

Loading