সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মাস পর আবার পূর্ব মেদিনীপুর সফরে, ইয়াস পরবর্তী সময়ে ২৮ মে ২০২১ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে সফর করেছিলেন। ইয়াশ ঘূর্ণিঝড়ের তীব্র জলোচ্ছ্বাসে ধংসে স্তুপে পরিণত হওয়া দিঘা পরিদর্শন করেছিলেন তিনি। সেই সময় দিঘাতে নতুন রূপে সাজানোর একাধিক নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এছাড়াও দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ কার্যের পর্যালোচনা করেছিলেন প্রশাসনিক বৈঠকে। দ্রুত ওই মেরিন ড্রাইভ নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। তারপর মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসেননি ।রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এই প্রথম ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসূচি চূড়ান্ত করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফর ঘিরে প্রশাসনিক তদারকি শুরু হয়েছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক