সোমালিয়া সংবাদ, গোঘাট: রাতের অন্ধকারে গ্রামে ঘোরাফেরার সময় এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরে তীব্র উত্তেজনা তৈরি হয় গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গা গ্রামে। জানা গেছে, দিন পনেরো আগে ওই গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তারপরেও রাতের অন্ধকারে লোক ঘোরাফেরা করছে বলে এলাকাবাসী জানান। সেই জন্য গ্রামের মানুষ স্থানীয় থানায় জানিয়ে প্রতিদিন রাতে পাহারার ব্যবস্থা করেছে। গ্রামের বাসিন্দা হারাধন মালিক, অরূপ সেন, সুকুমার দে প্রমুখরা জানান, এদিন রাতেও পাহারা চলছিল। হঠাৎই রাত আড়াইটা নাগাদ গ্রামে জনা চারেক ব্যক্তিকে তাঁরা ঘোরাফেরা করতে দেখেন। পাহারাদারদের দেখেই তারা ছুটে পালাতে থাকে। তাদের মধ্যে একজন ধান জমিতে লুকিয়ে পড়ে। খবর পেয়ে গ্রামের মানুষ হইহই করে বেরিয়ে পড়ে। আশেপাশের গ্রামগুলি থেকেও কয়েকশো মানুষ বেরিয়ে আসে। তার মধ্যেই ওই ব্যক্তি একটি বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। এরপর গ্রামের মানুষ তাকে গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। ওই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নাম ও ঠিকানা জানায়। এরপর গ্রামবাসীরা খবর দেয় গোঘাট থানায়। ওসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায়ের নেতৃত্বে গ্রামে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। গ্রামবাসীরা জানান, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। সন্ধ্যের পর গ্রামবাসীরা আতঙ্কে ঘুমোতে পারছে না। মাঝেমধ্যেই চোর-ডাকাতরা গ্রামে হানা দিচ্ছে। এদিনও ওরা চুরির-ডাকাতির উদ্দেশ্যেই গ্রামে ঢুকেছিল। আরামবাগ-বাঁকুড়া রাস্তার ধারে বেলী ক্যানেলের কাছে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বুলেন্সে বাকিরা পালিয়ে যায়। যদিও ধৃত ওই ব্যক্তির দাবি, তারা চুরি-ডাকাতি করতে যায়নি। ওই গ্রামে বসেছিল। তখনই তাদেরকে মারধর করে। যদিও কেন তারা ওই গ্রামে গিয়েছিল বা কেন বসেছিল সে ব্যাপারে কিছু মন্তব্য করেনি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি