সোমালিয়া সংবাদ, আরামবাগ: লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন দিন আনা দিন খাওয়া এক যুবক। ওই যুবকের নাম সাহেব মালিক। বাড়ি আরামবাগের কাবলে সংলগ্ন তারালি গ্রামে। সাহেব একটি ইঞ্জিন ট্রলিভ্যান চালান। ওই ট্রলিভ্যানে করে কাটা আলু বিক্রি করেন। বাড়িতে মা-বাবা, স্ত্রী সকলেই রয়েছেন। এছাড়াও তাঁর দুই সন্তান। ছেলে সাত বছরের ও মেয়ে দু’বছরের। সাহেব জানালেন, প্রায় এক বছর ধরে তিনি লটারি টিকিট কাটেন। মাঝেমাঝে অল্প কিছু টাকা পেয়েছেন। কিন্তু এত বড় মূল্যের পুরস্কার এই প্রথম। দুপুর একটার খেলাতে ডিয়ার লটারি টিকিট কেটে তিনি এই প্রথম পুরস্কার জিতেছেন। সাহেব বলেন, খুব আনন্দ লাগছে, ওই টাকা দিয়ে আগে বাড়িঘর ভাল করে মেরামত করব। তারপর কিছু জমি জায়গা কিনব। স্ত্রী শ্রাবন্তী মালিক বলেন, আনন্দ হচ্ছে কিন্তু পাশাপাশি ভয়ও হচ্ছে। কখনও এত টাকার কথা ভাবিনি। তাই কেমন যেন ভয় ভয় লাগছে। তিনি আরও বলেন, স্বামীকে লটারির টিকিট কাটতে নিষেধ করতাম। কারণ অযথা টাকা খরচ হচ্ছিল। কিন্তু ও কোন কথা শুনতো না। স্থানীয় হরাদিত্য এলাকার লাভেরিয়া এজেন্সি থেকে সাহেব লটারির টিকিট কেটেছিলেন। ওই এজেন্সির মালিক শেখ শাহজাহান আলি বলেন, আট বছর ধরে লটারির টিকিট বিক্রি করছি। এর আগেও অনেকে পুরস্কার পেয়েছে। কিন্তু এক কোটি টাকা এই প্রথম। তার ওপর এলাকারই এক ছেলে সেই পুরস্কার পাওয়ায় খুব ভাল লাগছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি