October 5, 2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব।উত্তরপাড়ায় বিজেপির একটি সভায় শুভেন্দু অধিকারী কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবকে চোর ও সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ বলে আক্রমণ করেন। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরুদ্ধেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন আচ্ছেলাল যাদব। কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও সম্মানহানিকর। রাজনিতিতে শুভেন্দু হয়তো তাকে সব থেকে বর প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। আর হুগলি জেলায় বিজেপির কোনো সংগঠন নেই তাই বিজেপি কর্মীদের চাঙ্গা করতে শুভেন্দু বিভিন্ন জায়গায় এসে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বদনাম করার চেষ্টা করছে। কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন শুভেন্দু তার বিরুদ্ধে বিজেপির সভায় যে কথা গুলি বলেছেন তা প্রমান করতে হবে শুভেন্দুকে। আর আগামী দিনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দেন আচ্ছেলাল যাদব।

Loading