সোমালিয়া ওয়েব নিউজ: অভিযানের শুরুতেই দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা রাহুল সিন্হাকে। শুভেন্দুকে প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এদিন শুরুতেই বিরোধী দলনেতা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বচসা শুরু হয় শুভেন্দু অধিকারীর সঙ্গে। বেলা ১২.৪৫ মিনিটে আটক করে শুভেন্দু ও বাকিদের নিয়ে যায় পুলিশ।
তিন দিক থেকে নবান্ন অভিযান হবে ঘোষণা করেছিল বিজেপি। হাওড়া ময়দান, সাঁতরাগাছি ও কলেজ স্কোয়ার। তিনটি মিছিলেই ব্যাপক অশান্তি শুরু হয়। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট-বোতল ছুড়তে থাকে বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সাঁতরাগাছি থেকে নবান্নের অভিমুখে যাত্রা শুরু করে বিজেপির বিশাল মিছিল।
সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই মিছিল সাঁতরাগাছি পৌঁছলে তাঁদের পথ আটকায় হাওড়া সিটি পুলিশ। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি এলাকা৷ সেখানে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশকর্মী ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ৷
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক