October 6, 2025

টিফিন খরচ বাঁচিয়ে দুঃস্থ পরিবারের শিশুদের জামাপ্যান্ট উপহার দিল ছাত্র ছাত্রীরা

সোমালিয়া সংবাদ, গোঘাট: লকডাউনের সময় থেকেই ওদের মনে দুঃস্থ পরিবারের বাচ্চাদের দুরবস্থার কথা মনে হয়েছিল। আর তাই তারা তখনই কয়েকজন ছাত্রছাত্রী জোটবদ্ধ হয়ে টিফিন খরচ বাঁচিয়ে দুঃস্থ পরিবারের বাচ্চাদের খাবার উপহার দিয়েছিল। আর সেই ভাবনা থেকেই ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তুলেছিল ‘মৈত্রী’ নামে একটি সমাজ সেবামূলক মঞ্চ। আর ছাত্র-ছাত্রীদের সেই মঞ্চ থেকেই রবিবার গোঘাটের কামারপুকুর এলাকার বেশ কিছু দুঃস্থ পরিবারের প্রায় ৬০ জন বাচ্চাকে নতুন জামা-প্যান্ট উপহার দেওয়া হল। সেই সঙ্গে মিষ্টির প্যাকেট ও পেন্সিল বক্স দেওয়া হয়। এই সংগঠনটিতে মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা রয়েছে। হোয়াটসঅ্যাপ, ইন্স্ট্রাগ্রাম সহ কয়েকটি সামাজিক মাধ্যমে নিজেরা এই গ্রুপ তৈরি করেছে। ভার্চুয়াল এই গ্রুপে যোগাযোগ গড়ে তুলে নিজেদের জমানো টাকা দিয়ে তারা দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে। স্বাভাবিকভাবেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। এ বিষয়ে ‘মৈত্রী’ মঞ্চের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র সায়ক হাজরা বলে, আমাদের মত পরিবারগুলিতে ছেলেমেয়েদের পুজোতে অনেকগুলি করে নতুন জামা-প্যান্ট হয়। কিন্তু এমন অনেক পরিবার আছে তাদের বাড়িতে পরার মতোও ভাল কোনো পোশাক থাকে না। নতুন জামা-প্যান্ট কেনার কথা তারা ভাবতেই পারে না। তাই তাদের কথা ভেবেই আমরা পুজোর আগে আমাদের নিজেদের খরচ বাঁচিয়ে এই সমস্ত বাচ্চাদের কিছু নতুন জামা- প্যান্ট উপহার দিলাম।

Loading