সোমালিয়া ওয়েব নিউজ: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে ইডি। সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটির সম্পত্তির ক্ষতিয়ান তুলে ধরেছে ইডি।ইডির পেশ করা চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার উল্লেখ করা হয়েছে। আর সেই ৩১টি জীবনবিমার প্রিমিয়াম দেড় কোটি টাকা।যা পার্থ চট্টোপাধ্যায় দিতেন। ৩১টি বিমার মধ্যে বেশিরভাগেরই প্রিমিয়াম ৫০ হাজার টাকা। কয়েকটি বিমার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা বলে জানা যাচ্ছে। পার্থ চটোপাধ্যায়ের মোবাইলের ফরেন্সিক পরীক্ষা করানোর পর এই তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে।ব্যাঙ্কের থেকে যে সকল নথি ইডি পেয়েছিল সেই সমস্ত নথির সঙ্গেও বিমার প্রিমিয়ামেরও তথ্য মিলেছে বলে ইডির দাবি।
প্রসঙ্গত আগেই তদন্তে উঠে এসেছিল অর্পিতার জীবনবিমার কথা। সেখানে দেখা গিয়েছিল ‘আঙ্কল’ হিসেবে নাম রয়েছে পার্থর।এর আগে ইডি-র তরফে আদালতে জানানো হয়েছিল যে, অর্পিতার এই ৩১টি প্রিয়িয়াম বাবদ ব্যাঙ্কে টাকা জমা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এবার চার্জশিটে সেই তথ্য উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হল যে মোট দেড় কোটি টাকা ব্যাঙ্কে জমা করা হত।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক