October 6, 2025

দেশের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন শাহরুখ খানের বাবা তাজ মহম্মদ খান

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউডের ইতিহাসের শাহরুখ খানের অবদান অনেক। বলিউডের বেতাজ বাদশা একটার পর একটা হিট ছবি দিয়ে হয়েছেন কিং অফ বলিউড। তবে জানেন কি দেশের স্বাধীনতাতে শাহরুখের পরিবারের রয়েছে বিশেষ হাত? শাহরুখ খানের বাবা কে ছিলেন জানেন? তিনি ছিলেন উপনিবেশিক ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী।শাহরুখের বাবা তাজ মহম্মদ খান ছিলেন দেশের ‘কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী’। একবার একটি পুরনো সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। ২০০ বছর কষ্ট করে পাওয়া স্বাধীনতা নিয়ে ছেলেকে অতি মূল্যবান পরামর্শ দিয়ে গিয়েছিলেন তিনি। একটি পুরনো সাক্ষাৎকারে ফরিদা জালালকে সেই বিষয়ে জানিয়েও ছিলেন কিং খান।শাহরুখের বাবা প্রয়াত তাজ মহম্মদ খান পেশোয়ার থেকে এসেছিলেন ভারতে। শাহরুখের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শাহরুখের মা লতিফ ফাতিমা খানও দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ১৯৯০ সালে প্রয়াত হন। শাহরুখের পরিবারের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনীতির গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল।এক সাক্ষাৎকারে সেই বিষয়ে অকপট হয়েছিলেন শাহরুখ

Loading