October 6, 2025

ভারতকে UNSCO-র স্থায়ী সদস্য করার পক্ষে সওয়াল ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির

সোমালিয়া ওয়েব নিউজ: রাষ্ট্রসংঘের অধিবেশনে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদমির জেলেনস্কি । তিনি বলেন ইউক্রেনের উপর রাশিয়া আক্রমণ করেছে বহু মাস আগেই। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা এক প্রকার নিশ্চুপ। এই আক্রমণের বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করেনি হোয়াইট হাউস। তিনি আরও প্রশ্ন তোলেন ভারত এবং জাপান এখনও কেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এদিন জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের নীতি নিয়েও। জেলেনস্কি এদিন দাবি করেন, ‘আমাদের প্রচেষ্টা সবসময়ই শান্তি প্রতিষ্টা করা। উত্তর থেকে দক্ষিণ, বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই রাষ্ট্রসংঘের মতো আমাদেরও উদ্দেশ্য। কিন্তু এই বিষয়ে রাশিয়াকে কোনও কথা বলতে কেউ শুনেছে কোনওদিন? অথচ রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়া কেন এই পদে থাকবে? কি কারণ যে ভারত, জাপান ব্রাজিল বা ইউক্রেন স্থায়ী সদস্য হতে পারে না? এমন একটি দিন নিশ্চয়ই আসবে যেদিন এই সমস্যারও সমাধান হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত নিজেও বহুবার চেয়েছে নিরাপত্তা পরিষদে স্থায়ী পদ লাভ করার। ভারতের পক্ষ থেকে বহুবার দাবি করা হয় দেশ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার জন্য উপযুক্ত। বর্তমানে রাষ্ট্রসংঘের ৫ টি স্থায়ী সদস্যপদ এবং ১০ টি অস্থায়ী সদস্যপদ রয়েছে। প্রতি ২ বছর অন্তর এই অস্থায়ী সদস্যপদের জন্য দেশের নাম নির্বাচন করা হয়। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ হল রাশিয়া, ব্রিটেন, আমেরিকা, চিন এবং ফ্রান্স। স্থায়ী সদস্যদের কাছে থাকে ভেটো ক্ষমতা। যে ক্ষমতার বলে তারা যেকোনও সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে। ঠিক যেভাবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে চিন। বারবার ভেটো ক্ষমতা ব্যবহার করে ভারতের পরিকল্পনায় জল ঢেলে দেয় ড্রাগনের দেশ।তাই ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে সওয়াল করে ইউক্রেন।

Loading