October 6, 2025

প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীনদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান

সোমালিয়া ওয়েব নিউজ: রবিবার মহালয়া। মহিষাসুরমর্দ্দিনী বাঙালির চিরন্তন এক আগমনী। মহালয়ার আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা। কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে টিভি, মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে। মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমের আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে। রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে। কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রবীণদের। তাই বাড়ির আর পাঁচটা অকেজো জিনিসের সঙ্গে এককোণায় পড়ে থাকা রেডিওর ধুলো ঝাড়তে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ। বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনতে ভালো বাসেন গ্রামের প্রবীণ মানুষ। ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ শুনেই পুজোর আমেজ পান। তার কন্ঠের চণ্ডীপাঠ শুনতে আজও আগ্রহী প্রবীণরা। মহালয়ার ভোরের সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারেন না কেউ কেউ। তাই এখনও মহালয়ার বেশকিছু দিন আগে থেকে পুরোনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক প্রবীণের। তাই প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীনদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান।

Loading