October 5, 2025

২৫ কোটি টাকা জিতে লটারিতে কপাল ফিরলো অটোচালকের

সোমালিয়া ওয়েব নিউজ: একটা-দুটো টাকা নয়, ২৫ কোটি টাকা জিতেছিলেন তিনি। এত টাকা জিতলে যে কারও জীবন বদলে যেতে পারে রাতারাতি। তবে অটোচালক কে অনুপের জীবনে নতুন অশান্তি বাসা বেঁধেছে।কেরলের অটোচালক ওনাম লটারিতে প্রখম পুরস্কার জিতেছিলেন। ২৫ কোটি টাকা। বাকি জীবনটা কীভাবে কাটাবেন তাও ঠিক করে ফেলেছিলেন। তবে এখন সেই অনুপ বলছেন, কেন যে ২৫ কোটি টাকা জিতলাম। এর থেকে দ্বিতীয় পুরস্কার ৫ কোটি বা তৃতীয় পুরস্কার এক কোটি টাকা জিতেল ভাল হত।কর বাদ দিলে হাতে প্রায় ১৬ কোটি টাকা পাবেন অনুপ। সেটাও বিরাট অঙ্কের টাকা। তবে লটারি সংস্থা তাঁকে জানিয়েছে টাকা অ্যাকাউন্টে পাঠাতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। তবে তাতেও ধৈর্য হারাননি অনুপ। সমস্যা অন্য জায়গায়।অনুপ জানিয়েছেন, লটারি জেতার পর থেকে তিনি বাড়িতে ফিরতে পারছেন না। মেয়ের সঙ্গে সময় কাটাতে পারছেন না। বাড়িতে সব সময় লোকজনের ভিড়। সবাই টাকা চাইতে আসছে। তাই বাধ্য হয়ে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি।অনুপ আরও বলেছেন, কেউ আমাকে বলছে, টাকাটা তো কপালের জোরে পেয়েছে। তাই আমার মোটা টাকা দান করা উচিত। কেউ টাকা কীভাবে বিনিয়োগ করতে হবে তা নিয়ে জ্ঞান দিচ্ছে। ফোন করে অনেকে টাকা দাবি করছে। আমি বিরক্ত। এখন ভাবছি এত টাকা না জিতলেই ভালো হত।

Loading