October 6, 2025

তর্পণের পর অশুভ শক্তির বিনাশের বার্তা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের

সোমালিয়া সংবাদ, হুগলি: পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো তর্পন হয়,এবার দলীয় শহিদ কর্মিদের জন্য তর্পন করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।রবিবার চুঁচুড়ার জোড়াঘাটে তর্পন করেন লকেট।সাংসদ বলেন,মহালয়ায় দেবী পক্ষের সূচনায় তর্পনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করা হয়।বংলায় যে ভাবে সন্ত্রাস হচ্ছে, যে ভাবে মানুষকে খুন করা হচ্ছে,মা বোনেরা অসুক্ষিত, বাংলার আকাশে বাতাশে অশুভ শক্তি ঘুরে বেরাচ্ছে সেই অশুভ শক্তির বিনাশ হোক,শুভ শক্তির সূচনা হোক।কুড়মিদের অবরোধ ওঠা প্রসঙ্গে বলেন,যেভাবে সিবিআই ইডি তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে সেই দিকে নজর ঘোরাতে উত্তপ্ত করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল।ভালো খবর তারা বুঝতে পেরেছেন এবং অবরোধ থেকে সরে গেছেন।দেবী পক্ষের সূচনার আগেই মুখ্যমন্ত্রী একাধিক দুর্গা পুজো উদ্বোধন করেছেন সেই প্রসঙ্গে বলেন,মুখ্যমন্ত্রী নিজের মতো করে দুর্গার আরাধনা করেন। মমতা দেবীর আরাধনা করছেন।বাংলার আইন-শৃঙ্খলা যেমন নিজের হাতে নিয়ে নিয়েছেন। দুর্গাপূজা কেও নিজের মত ভাবছেন। এটাতে মানুষের প্রতিবাদ হওয়া উচিত।আগামী বছর থেকে এই ধরনের জিনিস যেন না হয়।

Loading