সোমালিয়া ওয়েব নিউজ: আমাদের দেশে সর্বত্রই তুলসী গাছ প্রায় বিনামূল্যেই পাওয়া যায়।কিন্তু, এখন তুলসী গাছও হয়ে উঠছে উপার্জনের মাধ্যম।দেশের অনেক কৃষক তুলসী চাষ করে ভালো লাভ করছেন। উত্তর প্রদেশের পিলভিটে বসবাসকারী নাদিম খান এমনই একটি নাম। পুরানপুর ব্লকের শেরপুর কালান গ্রামে তুলসী চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নাদিম। এক সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে নাদিম জানিয়েছেন, জয়েন্দ্র সিং নামে এক কৃষি বিজ্ঞানের ছাত্র তাকে তুলসী চাষে অনুপ্রাণিত করে তোলেন।
এরপর নাদিম তার জমিতে তুলসীর বীজ রোপণ করেন। কয়েক সপ্তাহ সেচ দেওয়ার পরে, গাছগুলি পূর্ণাঙ্গ রূপ পায়।তুলসি চারা গুলি গাছে রূপান্তরিত হওয়ার পরে, তিনি গাছগুলি কেটে শুকিয়ে নেন।সেগুলি বাজারে বিক্রি হয় ভালো দামে । এই কাজ এখন নিরবচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছেন এই কৃষক।জানা গেছে, বর্তমানে নাদিম তুলসী চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন।বড় বড় ওষুধ কোম্পানিগুলি প্রতি কুইন্টাল সাত হাজার টাকা দরে তুলসী কেনে।সব মিলিয়ে এখন কৃষকদের আয়ের বিকল্প পথ হতে পারে এই তুলসী চাষ। আয়ুর্বেদ থেকে হোমিওপ্যাথ,এর ব্যাপক চাহিদা রয়েছে সর্বত্রই।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন