সোমালিয়া সংবাদ, কলকাতা: আজ শুক্রবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনি ও রবিবার দু’দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠাসা কর্মসূচি রয়েছে। সরকারি ও বেসরকারি কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলের কৌতূহলের শেষ নেই। এই দু’দিনে রাজ্য রাজনীতির একঝাঁক নক্ষত্র দলবদল করতে পারেন বলে দাবি করেছেন রাজ্যে বিজেপির প্রথম সারির নেতারা। এই দু’দিনের সফরসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে একটি ঠাকুরনগরে, অন্যটি হাওড়ার ডুমুরজলায়। আর এই দু’দিনের সফর ঘিরে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি শিবিরে এখন টানটান উত্তেজনা। ঠাকুরনগরের সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন। কারণ উত্তর ২৪ পরগনা, নদীয়া সহ বেশ কয়েকটি জেলায় মতুয়াদের হাতে বেশকিছু আসনের নির্ণায়ক ভূমিকা নেওয়ার মতো ভোট রয়েছে। আর বিধানসভা নির্বাচনের আগে সেই ভোট হাতছাড়া করতে চাইছে না বিজেপি। তাদের দীর্ঘদিনের নাগরিকত্ব দেওয়ার দাবি এবার চূড়ান্ত অনুমোদন মিলতে পারে অমিত শাহের সফরে। পাশাপাশি ডুমুরজলার সভা দলবদলের সভায় পরিণত হতে পারে বলে বিজেপি সূত্রের দাবি। জানা গেছে, কমপক্ষে পাঁচ বিধায়ক নাকি দলবদল করে বিজেপিতে যোগদান করতে পারেন। তাঁদের মধ্যে বালির বিধায়ক বৈশালী ডালমিয়া ইতিমধ্যেই বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন।
এছাড়াও বিক্ষুব্ধদের তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, প্রবীর ঘোষালের মত ব্যক্তিত্বরা। এমনকি হাওড়ার বিদায়ী মেয়রও বিজেপিতে চলে যেতে পারেন বলে খবর মিলেছে। এছাড়া অন্যান্য জেলার কয়েক জন বিধায়কও দলবদলের ট্রেনে ওঠার অপেক্ষায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁরা সেই ট্রেন ধরতে পারবেন কিনা তা নিয়ে কৌতুহলের সীমা নেই। যদিও বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, হাওড়া থেকে তৃণমূল সাফ হয়ে যাবে। তিনি বলেন, অমিত শাহ হাওড়ায় আসছেন ৩১ জানুয়ারি। ওইদিন হাওড়ার ডুমুরজলায় তিনি সভা করবেন। ওইদিন যোগদান মেলায় বিজেপিতে হাইপ্রোফাইল কারা বিজেপিতে যোগদান করছেন সেটা সবাই জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। তিনি আরও বলেন, অমিত শাহের সভায় তৃণমূল সাফ হয়ে যাবে। ৩৪ বছর এক হিংসা দেখেছি। সাড়ে নয় বছরে আর এক হিংসা দেখছি। ৩৪ বছরের হিংসাকে ছাপিয়ে গিয়েছে সাড়ে ন বছরের হিংসা।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন