October 5, 2025

ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে আরামবাগের ছোট্ট খুদে

সোমালিয়া সংবাদ, আরামবাগ: মাত্র ২ বছর ৫ মাস বয়সেই ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম তুলে চমকে দিল আরামবাগের ক্ষুদে এসকে কাইরভ হোসেন। এখনও সাবলীল ভাবে কথা বলে উঠতে পারেনি। কিন্তু তাতে কি? আধো আধো গলায় যেটুকু বলতে পারছে তাই যথেষ্ট। আর সেভাবেই সে প্রায় ৩০০টি জেনারেল নলেজ অবলীলায় বলতে পারে। দেশের সমস্ত রাজ্যের রাজধানী থেকে শুরু করে ইংরেজি মাস, বার ইত্যাদি সে একের পর এক অবলীলায় বলে যেতে পারে। এই বয়সেই তার সম্পূর্ণ হয়ে গেছে ইংরেজি, বাংলা, হিন্দি এবং আরবি বর্ণ পরিচয়। আবৃত্তি করতে পারে দশটি ইংরেজি রাইমস, পাঁচটি বাংলা কবিতা, পাঁচটি হিন্দি কবিতা। যা এই বয়সে সাধারণত খুবই কম দেখা যায়। বাবা সেখ আতাউল হোসেন পেশায় ব্যাংক কর্মী। তিনি বলেন, মাত্র ১ বছর বয়স থেকেই লক্ষ্য করি ও অন্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা। নিজেকে অন্যদের থেকে একটু দূরেই রাখত। সবসময় বইপত্র নিয়ে ছোটাছুটি করতো। অন্যান্য খেলাধুলা তেমন ভালবাসতো না। যেকোন কথা বা পড়াশোনার ক্ষেত্রে ধরে রাখার ক্ষমতা ওর অনেক বেশি। তখনই বুঝি আমাদের ছেলে একটু অন্যরকম হতে চলেছে। তবে ও যে এই এত অল্প বয়সে এত কিছু জেনেছে শিখেছে তার সমস্ত কৃতিত্বই ওর মায়ের। মা রাবিনা খাতুন বলেন, ছেলের এই কৃতিত্বে আমি খুবই খুশি, খুবই গর্বিত। ভীষণ ভাল লাগছে। ওর যখন দু’বছর তিন মাস বয়স তখন ভিডিও করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলাম। দু’মাস পর তারা উত্তর দিয়ে রেকর্ডসে নাম ওঠার কথা জানিয়েছে। মেডেল ও সার্টিফিকেটও পাঠিয়েছে। খুব ভাল লাগছে। আমি চাই আগামী দিনে ও মানুষের মত মানুষ হোক। সকলকে সাহায্য করুক। বড়দেরকে শ্রদ্ধা করুক, এটুকুই। আর ব্যক্তিগতভাবে ওর যা হওয়ার ইচ্ছে সেটা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।

Loading