সোমালিয়া ওয়েব নিউজ: এবার এক খুদে সংবাদ শিরোনামে উঠে এল রণবীর কাপুরের সঙ্গে মিল থাকা এক জুনিয়ার রণবীরের। নাম নীরব ভাট। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩ হাজারেরও বেশি। জানা গিয়েছে, নীরব একজন শিশু মডেল। পাশাপাশি সেখানে এও লেখা রয়েছে, প্রিয়জনরা তাকে ‘লিটল রণবীর কাপুর’ বলে ডাকে।সম্প্রতি আলিয়া নিজেই নীরবের একটি বিজ্ঞাপনের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই জনপ্রিয়তা আরো বেড়েছে রণবীরের খুদে যমজের। আলিয়ার মতো অনেকেই তার ছবি, রিল ভিডিও দেখে দাবি করছেন, ঋষি পুত্রের সঙ্গে তার অদ্ভূত মিল রয়েছে। রণবীরের ছোটবেলার ছবির সঙ্গে অনেকটাই মিল রয়েছে নীরবের। এমনকি কয়েকজন দাবি করেছেন, এরপর থেকে কোনো সিনেমায় রণবীরের ছোটবেলার চরিত্রে কাউকে দরকার হলে এই খুদেকেই নেওয়া হোক। আবার কেউ কেউ মজা করেছেন, রণবীর আলিয়ার ছেলে হলে এমনি দেখতে হবে।রণবীরের সঙ্গে মিল থাকায় ভাইরাল হওয়ার ঘটনা এই প্রথম নয়। অভিনেতার সঙ্গে মিল থাকায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন কাশ্মীরি মডেল জুনেইদ শাহ।সবমিলিয়ে এই মডেলকে ঘিরে শোরগোল বলিপাড়ায়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল