October 5, 2025

দু বছরের মধ্যে শেষ হবে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের কাজ: ডিআরএম

সোমালিয়া সংবাদ, গোঘাট: দু বছরের মধ্যেই তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইন  সম্প্রসারণের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করলেন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন। বৃহস্পতিবার তিনি এক ঝটিকা সফরে গোঘাটে রেলের কাজ পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন রেলদপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। এদিন তাঁরা গোঘাটের ভাবাদিঘি এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, ওই দিঘির উপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দিঘির পাড়ে বসবাসকারীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের সেই আন্দোলনের জেরে ওই এলাকায় রেলের কাজ বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। এদিন ডিআরএম ওই এলাকা ঘুরে বিষয়টি খতিয়ে দেখেন। এছাড়াও গোঘাট ও কামারপুকুর স্টেশন পরিদর্শন করেন। রেল চলাচলের কাজ শুরু না হলেও আগেই কামারপুকুর স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে রয়েছে। পরে ডিআরএম মনীশ জৈন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, তাঁর আশা আগামী দু’বছরের মধ্যেই তারকেশ্বর-বিষ্ণুপুর রেলের কাজ শেষ হয়ে যাবে। ভাবাদিঘির জট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রেললাইন অন্য পথে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।  অন্যদিকে ভাবাদিঘির আন্দোলনকারী সুকুমার রায়, জয়দেব পোড়েল প্রমুখরা জানান, রেলের আধিকারিকদের এই পরিদর্শনে আসার কথা তাঁরা জানতেন না। পাশাপাশি তাঁরা জানান, তাঁরা চান ভাবাদিঘি বাঁচিয়ে রেলের কাজ শুরু হোক। তবে বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন তাই তাঁরা আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।

Loading