সোমালিয়া ওয়েব নিউজ,
সোমালিয়া সংবাদ, ডানকুনি: শুক্রবার সকাল থেকে ডেঙ্গু রোগের থেকে মুক্ত করার জন্য তৎপর হল পুলিশ। হুগলির জেলার চন্দননগর কমিশনারেটের তিনটি থানার আধিকারিকেরা সহ তাদের সহ কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। যে হারে প্রতিদিন ডেঙ্গুতে বহু মানুষের মৃত্যু হচ্ছে সেই ডেঙ্গুকে রোধ করার জন্য ডানকুনি, চুঁচুড়া, শ্রীরামপুর থানার উদ্যোগে সাধারণ মানুষ ও গরীব মানুষদের হাতে মশারি তুলে দেওয়া হয়।ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি তাপস সিংহের নেতৃত্বে এলাকায় যেসব বাড়িতে ডেঙ্গু উপসর্গ দেখা দিয়েছে। সেই সব বাড়িতে গিয়ে মশারি দেওয়া হয় ।এছাড়াও চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তীর ও শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নেতৃত্বে এদিন ১০০ জনকে মশারির প্রদান করা হয়। যাতে সেই সব মানুষেরা ডেঙ্গুর থেকে কিছুটা হলেও রেহাই পায়। সেই জন্যই থানার উদ্যোগে এই মহতী উদ্যোগ বলে জানা যায়।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন