সোমালিয়া ওয়েব নিউজ: এই মুহূর্তে নতুন ছবি ‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত বরুণ ধওয়ান। কিন্তু সেই প্রচারের ফাঁকেই এ বারে ঘটে গেল এক অঘটন। অভিনেতাও ছড়িয়ে দিলেন ইতিবাচক বার্তা।ঘটনাটি জয়পুরের। সম্প্রতি সেখানে একটি কলেজে ছবির প্রচারে হাজির হয়েছিলেন বরুণ। সঙ্গে ছিলেন ‘ভেড়িয়া’ ছবিতে বরুণের সহ-অভিনেতা কৃতি শ্যানন। বেশ চলছিল অনুষ্ঠান। প্রিয় তারকাদের দেখতে সামনে তখন অগণিত দর্শকের ভিড়। নাচে-গানে দুই অভিনেতা জয় করছিলেন তাঁদের মন। তার মাঝেই তাল কাটল। হঠাৎই এক জন মহিলা অনুরাগী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। বিষয়টি দৃষ্টি এড়ায়নি অভিনেতার। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থামিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, নজে মঞ্চ থেকে নেমে এসে ওই অনুরাগীর পাশে দাঁড়ালেন। নেটমাধ্যমে একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চের নীচে এক জন মহিলা বসে রয়েছেন। বরুণ তাঁকে নিজের হাতে জল খাইয়ে দিচ্ছেন। মঞ্চ থেকে পুরো ঘটনাটির প্রতি উৎকণ্ঠা ভরে তাকিয়ে রয়েছেন কৃতি।সবমিলিয়ে এই ভিডিও নেট দুনিয়া হু হু করে ভাইরাল হচ্ছে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল