October 5, 2025

ভেঙে দিল উন্নয়ন ফলক

সোমালিয়া সংবাদ, গোঘাট: রাতের অন্ধকারে কংক্রিটের রাস্তার নির্মাণ বরাদ্দের তথ্য সম্বলিত ফলক ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাটের আমোদপুরে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, আদিবাসী অধ্যুষিত এই এলাকায় আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার তাঁর সাংসদ তহবিলের টাকায় প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে একটি কংক্রিটের রাস্তা তৈরির ব্যবস্থা করেছিলেন। বীর শহিদ বীরসা মুন্ডার জন্মদিনে উদ্বোধন  করেছিলেন সাংসদ নিজেই। আমোদপুর এলাকায় ওই রাস্তা সংক্রান্ত নির্মাণ ব্যয় এবং অন্যান্য তথ্য সম্বলিত একটি ফলক লাগানো হয়েছিল। যা দেখে যে কেউ ওই রাস্তার খুঁটিনাটি তথ্য জানতে পারেন। কিন্তু সোমবার সকালে স্থানীয় মানুষ দেখেন ওই ফলকটি কে বা কারা  রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এছাড়াও ওই এলাকায় থাকা তৃণমূলের দলীয় পতাকাগুলিও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিজয় রায়, প্রাক্তন সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজাসহ তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, উন্নয়নের তথ্য লোপাট করে দিতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তাঁরা বিষয়টি জানান গোঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। যদিও স্থানীয় বিজেপি নেত্রী দোলন দাসের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের একাধিক গোষ্ঠী। তাদের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর কাজ সহ্য করতে না পেরে এ কাজ করে থাকতে পারে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। 

Loading