সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড সুন্দরীদের মধ্যে সানি লিওনির সৌন্দর্য্যে পাগল গোটা বিশ্ব। সদ্য ৪২ বছর বয়সে পা রাখলেন তিনি। এরই মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তবুও বয়সের ছাপ তাকে ছুঁতে পারেনি। ৪০ পেরোলেও লাবণ্য ছেড়ে যায়নি তাকে। কীভাবে ত্বকের যত্ন নিয়ে থাকেন বলিউডের এই সুন্দরী?
একটি সাক্ষাৎকারে সানি বলেছেন ত্বকের স্বাস্থ্য নির্ভর করে খাওয়া-দাওয়ার উপরে। ত্বক ভাল রাখার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তেলে ভাজাভুজি খাবার খাওয়া একেবারেই চলবে না। তাছাড়া ত্বকের জন্য কোনও প্রসাধনী কেনার সময়ও তিনি সাবধান থাকেন। সেই প্রসাধনীর মধ্যে যে যে উপাদান রয়েছে সেগুলো তার ত্বকের উপযুক্ত কিনা সেগুলো বিচার করে তবেই তা কেনেন সানি।এছাড়া উজ্জ্বল মসৃন ত্বকের জন্য নিয়মিত কিছু যত্ন নিয়ে থাকেন তিনি। সাধারণের জন্য সেগুলো তুলেও ধরেছেন অভিনেত্রী। ত্বকের যত্নে তিনি রূপটান ব্যবহার করেন। তবে এক্ষেত্রেও রূপটানে ব্যবহৃত সামগ্রী তার ত্বকের উপযুক্ত কিনা সেগুলো আগে বিচার করে নেন। সরাসরি মুখে কিছু লাগানোর আগে সেটা সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই ব্যবহার করেন বলে জানান সানি লিওয়ন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল