সোমালিয়া ওয়েব নিউজ: ৩রা ডিসেম্বর কাঁথিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জী। আর আস্তে আস্তে চরমে উঠছে উত্তেজনার পারদ । কারণ কাঁথি হলো বর্তমানে বিধান সভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক ও বাড়ি। এর আগে প্রায় দেড় বছর আগে বিধান সভার সময় কাঁথি থেকে পাঁচ কিলো মিটার দূরে ছিল সভাস্থল। কিন্তু এবারের সভাস্থল ঠিক কানগেসা, একদা পূর্ব মেদিনীপুর জেলার চালিকার স্থল ছিল শিশির অধিকারী, থেকে শুভেন্দু, দিব্যেন্দু আধুকারীর হোম শান্তিকুঞ্জ।তাদের বাড়ির ঠিক ঢিল ছোড়া দুশো মিটারের কম দূরত্বে কাঁথি পি কে কলেজে এবার জনসভা অনুষ্ঠিত হবে আর এতেই কাঁথি শহর জূড়ে যেমন সভাকে নিয়ে কৌতূহল তৈরী হয়েছে। ঠিক তেমনি তৃণমূল দলের কাছে অপেক্ষায় কি বার্তা দেন কর্মীদের তৃনমূল কংগ্রেস এর সেকেন্ড সেনাপতি অভিষেক ব্যানার্জী। এর আগে কড়া হুঁকার দিয়েছিলেন। কাঁথির জনসভায় এবার কি তরজা তুঙ্গে উঠবে। সেদিকে তাকিয়ে দুই দলের কর্মীরা। একদিকে তৃণমূল আর ওপর দিকে বিরোধী বিজেপি । তবে জানা যাচ্ছে যেদিন অভিষেক ব্যানার্জী সভা করবেন কাঁথিতে ঠিক সেদিন অভিষেকের সংসদ এলাকা ডায়মন্ড হারবারে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাই মেগা শোয়ের অপেক্ষায় বঙ্গবাসী । এদিন শেষ প্রস্তুতি দেখতে সভাস্থল পরিদর্শন করলেন প্ৰাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক