সোমালিয়া ওয়েব নিউজ: জন্মানোর কয়েক সপ্তাহের পর মাতৃহারা হয়ে পড়ে ৪ সিংহশাবক। বর্তমানে তাদের মিনেসোটা অভয়ারণ্যে রাখা হয়েছে।ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতিতে শুধু সে দেশের নাগরিকরাই প্রাণ হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন নয়। যুদ্ধের প্রভাব পড়েছে বন্য প্রাণীদের উপরেও। জন্মানোর কয়েক সপ্তাহের পর মাতৃহারা হয়ে পড়ে ৪ সিংহশাবক। ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার’ সংস্থার তরফে এই ৪টি শাবকে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়। ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে বুধবার এই শাবকগুলিকে আমেরিকায় আনা হয়েছে।আমেরিকার স্যান্ডস্টোন এলাকার মিনেসোটা অভয়ারণ্যই এখন তাঁদের স্থায়ী আস্তানা। সিংহশাবকগুলির বয়স ৪ থেকে ৫ মাসের মধ্যে। এদের মধ্যে ১টি সিংহ এবং বাকি ৩টি সিংহী। ইউক্রেন থেকে উদ্ধার করার পর তাদের ৩ সপ্তাহ পোল্যান্ডের পোজ়নান চিড়িয়াখানায় রাখা হয়েছিল।যে সংস্থার তরফে তাদের উদ্ধার করা হয়েছে, তার ম্যানেজার মেরেডিথ হোয়াটনি বলেন, ‘‘ড্রোন হামলা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা, সিংহশাবকগুলি অল্প বয়সে অনেক কিছু সহ্য করেছে। এত কম বয়সে নিজেদের মাকেও হারিয়েছে তারা।’’ উত্তর মিনিয়াপোলিস থেকে ১৪৫ কিলোমিটার থেকে দূরে রয়েছে মিনেসোটা অভয়ারণ্য। সেখানে চিতা, বাঘ, সিংহ এবং অন্যান্য বন্য বিড়ালের সঙ্গে রাখা হয়েছে এই সিংহশাবকগুলিকে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু