সোমালিয়া ওয়েব নিউজ: ছোটবেলা থেকে দুই বন্ধুর মধ্যে সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা ছিলো। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করে দু’জনে। গলায় মোটা মোটা সোনার হার, সব ক’টি আঙুলে সোনার আংটি, হাতে সোনার ব্রেসলেট— ‘গোল্ডেন কিং’ বলতেই বিখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার বাপ্পি লাহিড়ির ছবিটাই ভেসে ওঠে। বাপ্পি লাহিড়ি ছাড়াও, এ দেশে আরও এমন কয়েক জন আছেন, তাঁদের ‘সোনার বাদশা’ বললেও কম হবে না। তাঁদের মধ্যেই এক জন সানি নানা সাহেব ওয়াঘচৌরে। পুণেতে জন্ম। স্কুল এবং কলেজজীবন কেটেছে সেখানেই।সানির নাম উঠলেই আর এক জনের নাম উচ্চারিত করতেই হয়। তিনি সানির বন্ধু সঞ্জয় গুজর ওরফে বান্টি। সানি-সঞ্জয়ের যুগলবন্দি ‘দ্য গোল্ডেন গাইজ়’ নামে বেশি পরিচিত।
এক সাক্ষাৎকারে সানি বলেন, “আমরা দু’জনেই পুণেতে থাকি। আমি এবং বান্টি ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলা থেকে দু’জনেরই সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করি দু’জনে। সানি এবং বান্টি দু’জনে মিলে মোট ১৩ কিলো সোনার গয়না পরেন। সানি জানিয়েছেন, তাঁর সারা গায়ে মোট ৮ কিলো সোনা রয়েছে। অন্য দিকে, বান্টি পরেন ৫ কিলো সোনার গয়না।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন