সোমালিয়া সংবাদ, খানাকুল: জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠানে মানুষ আনন্দে মেতে ওঠেন। ঘটা করে আয়োজন করা হয় অনুষ্ঠানের। কেউ বাড়িতে, আবার কেউবা হোটেল-রেস্তোরাঁতে বন্ধুবান্ধবদের নিয়ে মেতে ওঠেন উদযাপনে। চলে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। অনেক সময় থাকে নাচ-গানের অনুষ্ঠান। কিন্তু কখনও কখনও ব্যতিক্রমী ঘটনাও ঘটে থাকে। যেমনটি ঘটল রবিবার। খানাকুলের কৃষ্ণনগরের বাসিন্দা তৃণমূল যুবনেতা অর্ণব সরকারের এদিন ছিল বিবাহবার্ষিকী। আর এই দিনটিকেই তাঁরা একটু অন্যভাবে পালন করার সিদ্ধান্ত নেন। এদিন তাঁরা গ্রামের দুঃস্থ, অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার দিলেন। পাড়ায় পাড়ায় ঘুরে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে গায়ে জড়িয়ে দিলেন শীতবস্ত্র। এই ঘটনায় গ্রামের ওই সমস্ত মানুষজন ভীষণ খুশি। কারণ এই শীতে তাঁদের কাছে ওই একটা উপহারই অনেক দামি। তাই সকলেই তাঁরা অর্ণববাবুদের আশীর্বাদে ভরিয়ে দিলেন। তাঁদের দাম্পত্য জীবন যাতে আগামী দিনে আরও সুন্দর ও সার্থক হয়ে ওঠে তাঁর সেই আশীর্বাদ করলেন। উল্লেখ্য, এই প্রথম নয়, প্রাক্তন সেনাকর্মী অর্ণববাবু সব সময়ই সাধারণ মানুষের সুখে-দুঃখে থাকেন। সুযোগ পেলেই সমাজসেবায় হাত বাড়িয়ে দেন। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে অসহায় মানুষদের দেখলে তাঁদেরকেও একইভাবে জামাকাপড় কিনে উপহার দেন। আর্থিক সাহায্য তো রয়েছেই। এমনকি এবছর নেতাজীর জন্মদিনে প্রায় দু’শো গরিব মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছিলেন। তাই এলাকার মানুষও তাঁর এই কাজে ভীষণ খুশি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি