October 5, 2025

জেলাজুড়ে ওয়াটার এটিএম

জেলাজুড়ে ওয়াটার এটিএম
সোমালিয়া সংবাদ, আরামবাগ: বাইরে কাজে বেরিয়ে অনেক মানুষকেই পানীয় জলের সমস্যায় পড়তে হয়। তৃষ্ণা মেটানোর জন্য হয় এখানে ওখানে পানীয় জলের খোঁজ করতে হয়, নতুবা দোকান থেকে জল কিনে খেতে হয়। আর এইসব মানুষজনের কথা ভেবেই জেলাজুড়ে ২০টি ‘ওয়াটার এটিএম’ বসানোর উদ্যোগ নিয়েছে হুগলি জেলা পরিষদ। কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে এই প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যেই খানাকুলের ময়াল, গোঘাট-১ নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিসসহ পাঁচটি জায়গায় এই ওয়াটার এটিএম বসানোর কাজ শেষ হয়েছে। বাকিগুলির কাজও চলছে বলে জানা গেছে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি মাসের মধ্যেই সবকটি ওয়াটার এটিএম চালু হয়ে যাবে। তবে লিটার প্রতি পানীয় জলের দাম এখনও ধার্য করা হয়নি। প্রতিটি এটিএম প্রকল্প পিছু প্রায় ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ভূগর্ভ থেকে তোলা জলে বিভিন্ন যৌগ এবং জীবাণু স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করার জন্য যন্ত্র থাকছে। নির্দিষ্ট কয়েন ফেলে সাধারণ মানুষ প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারবেন। এক টাকা বা দু টাকা লিটার হিসেবে ওই পানীয় জল পাওয়া যাবে। এই ওয়াটার এটিএম গুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা থাকবে তাও দ্রুত স্থির করা হবে। হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান জানান, প্রথম দফায় কুড়িটি ওয়াটার এটিএম বসানোর কাজ চলছে, প্রয়োজন বুঝে আরও বিভিন্ন জায়গায় বসানোর পরিকল্পনা রয়েছে।

Loading