সোমালিয়া ওয়েব নিউজ: দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন হুগলি জেলার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। জানা গিয়েছে, বিধানসভা থেকে ফেরার সময় দ্বিতীয় হুগলী সেতুতে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের গাড়ি।লরির ধাক্কায় বিধায়কের গাড়ির বাঁদিকের লুকিং গ্লাস ভেঙে যায়।বিধায়কের নিরাপত্তারক্ষী লরিটিকে আটক করে টোলপ্লাজার কাছে থাকা পুলিশের হাতে তুলে দেন।দূর্ঘটনায় বিধায়ক আহত হননি।তবে ভীষন আতঙ্কিত হয়ে পড়েন তিনি।এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে বাড়ি ফিরছিলাম। দ্বিতীয় হুগলি সেতুতে যখন আমার গাড়ি ওঠে তখনই পিছন থেকে একটি লরি এসে আমার গাড়িতে বাঁদিকে মারে । বাঁ দিকের লুকিং গ্লাস ভেঙে পড়ে যায় এবং সামনের কাজ ফেটে যায়।গাড়িটি কে পুলিশ ধরে । আমার সিকিউরিটি গাড়িটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । আমি অত্যন্ত ভীত, এইভাবে এর আগে কোনদিনও হয়নি। কেন এমন হলো বলে প্রশ্ন তোলেন তিনি। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি