সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বকাপ শেষ হতেই ইউরোপ জুড়ে সতর্কতাতবে এটি করোনার থেকেও ঘাতক৷ সৌদি আরবে ২০১২ সালে এই রোগ প্রথমবার দেখা যায়৷
বিশ্বকাপ শেষ হতেই হঠাৎ আতঙ্ক৷ এ বার করোনা ভাইরাস নয়, নতুন আতঙ্ক ক্যামেল ফ্লু৷ বিশেষ আতঙ্ক তৈরি হয়েছে ইংল্যান্ডের সমর্থকদের নিয়ে৷ তাঁরাই নাকি তাকার থেকে ক্যামেল ফ্লু নিয়ে ফিরছেন৷চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘মারণ ক্ষমতাসম্পন্ন’ বলে উল্লেখ করা হয়েছে৷ ক্যামেল ফ্লু-কে বলা হয় ‘মিডল ইস্ট রেসপরেটোরি সিনড্রোম’, এটি করোনার একটি অন্যরকম রূপ৷
তবে এটি করোনার থেকে ঘাতক৷ সৌদি আরবে ২০১২ সালে এই রোগ প্রথমবার দেখা যায়৷ মধ্য এশিয়ার দেশগুলিতে এটি প্রথম ছড়িয়ে পড়ে৷ এটি ইংল্যান্ডে তার পর ছড়িয়ে পড়ে৷ তা ঘাতক রূপ ধারণ করে৷সাধারণ ভাবে এই রোগটি উটের শরীর থেকে মানব শরীরে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে৷ তবে এটি আবার মানুষের শরীর থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ে অনেক সময়৷ তার উদাহরণও চিকিৎসকরা পেয়েছেন৷তাই আতঙ্ক ছড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু