October 6, 2025

টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীর চোখে জল, কিন্তু কেন?

সোমালিয়া ওয়েব নিউজ: এক বছর কেটে গিয়েছে। তবু বাবাকে হারানোর শোক অমলিন রচনা বন্দ্যোপাধ্যায়ের মনে। জীবনের সব চেয়ে প্রিয় মানুষটি কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে আসে তাঁর। কান্না আটকাতে পারেন না পর্দার দিদি।সম্প্রতি একটি ভিডিয়োতে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করলেন রচনা। বললেন, “বাবার কথা চিন্তা করলেই চোখে জল এসে যায়। আমি একমাত্র মেয়ে মা-বাবার। ভীষণই আদরের। মা তবুও একটু পিটত। কিন্তু বাবা সেটা কখনও করেনি। প্রশ্নই ওঠে না। আমাকে খুব ভালবাসত।রচনার জীবনে তাঁর বাবার অবদান কতটা, তা নিয়ে একাধিক বার কথা বলেছেন অভিনেত্রী। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সকলকে এগিয়ে যাওয়ার সাহস জোগান যিনি, তিনিই এ বার ভেঙে পড়লেন। রচনা বললেন, “আমার জীবনে এগিয়ে চলা আর সাফল্যের পিছনে আমার বাবার অনেক অবদান। সব সময় ভাবি, এখনও যারা বাবার সান্নিধ্যে আছে, তারা কতটা সৌভাগ্যবান।

Loading