সোমালিয়া ওয়েব নিউজ: যুগের সাথে তাল মিলিয়ে এবং যাত্রীদের অত্যাধুনিক পরিষেবা দেওয়ার জন্য একের পর এক দূর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে রেল। যার মধ্যে অন্যতম হল বুলেট ট্রেন। যা নিয়ে উদ্দীপনার শেষ নেই জনসাধারণের মধ্যেও। বুলেট ট্রেন প্রকল্প এগোচ্ছে বিদ্যুৎ গতিতে। মাঝখানের কিছু সময় প্রকল্পে বাধা এলেও এবার দ্রুত কাজ এগোচ্ছে। এবং খুব শীঘ্রই দেশের প্রথম বুলেট ট্রেন তৈরী হয়ে যাবে। ন্যাশনাল হাই-স্পীড রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানান যে আগামী ২০২৭ সালের আগস্টের মধ্যেই গুজরাত থেকে প্রথম বুলেট ট্রেন রওনা হবে।প্রকল্পে ভারতের মুখ্য সহকারী সংস্থা জাপান। সেদেশের শিনকাসেন ট্রেন ছুটতে দেখা যাবে ভারতের মাটিতে। তাছাড়া এই প্রকল্পের জন্য ৮৮,০০০ কোটি টাকার আর্থিক সাহায্য করেছে জাপান, তাও মাত্র ০.০১% সুদের বিনিময়ে। আগামী ৫০ বছর ধরে এই ঋণ মেটানো হবে।দেশের দুই গুরুত্বপূর্ন শহর মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে গুরুত্বপূর্ন যোগাযোগ স্থাপন করবে এই বুলেট ট্রেন। মোট ৫০৮ কিমি লম্বা এই প্রকল্পের ১৫৬ কিমি রয়েছে মহারাষ্ট্রে এবং ৩৫১ কিমি রয়েছে গুজরাতে। বুলেট ট্রেনের জন্য তৈরি করা হয়েছে ২১ কিমি লম্বা টানেল। তাছাড়া ট্রেন রুটের ৭ কিমি থাকবে জলের নীচে। ঘন্টায় ৩৫০ কিমি বেগে ছুটবে এই ট্রেন।প্রাপ্ত খবর অনুযায়ী, এই যাত্রাপথে মোট ১২ জায়গায় থামবে এই ট্রেন। যার মধ্যে রয়েছে, মুম্বাই, থানে, বিরার, বাইসর, ভাপি, বিলিমোরা, সুরত, ভারুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ, সবরমতি।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা