সোমালিয়া ওয়েব নিউজ: কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বড়পর্দার বহু নামীদামী ব্যক্তিত্বদের পাশে নজর কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহাও। তাঁর লাইমলাইটে উঠে আসার আরো একটি কারণ ছিল। খোদ শাহরুখ খান চুম্বন করেছিলেন তৃণার হাতে। স্মরণীয় দিনটার বিভিন্ন মুহূর্তের স্মৃতি ভাগ করে নিয়েছিলেন তৃণা।
তারপরেই হঠাৎ তল্পিতল্পা গুটিয়ে অভিনেত্রী পাড়ি দিলেন মুম্বই। শাহরুখের চুম্বন পাওয়ার পরেই কি মায়ানগরীর বাসিন্দা হতে চললেন তৃণা? নাকি টলিউড থেকে সোজা বলিউডের ডাক পেয়ে গিয়েছেন তিনি? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, এর মধ্যে কোনোটাই নয়। একটি বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বই যেতে হয়েছে তাঁকে।বাংলা ইন্ডাস্ট্রিতে ছোটপর্দা, বড়পর্দা দুটো মিলিয়েই কাজ করছেন তৃণা। তাঁর জনপ্রিয়তা মূলত ছোটপর্দা থেকেই। এখনো অনেক দর্শকের কাছেই তিনি গুনগুন হয়েই রয়ে গিয়েছেন। তবে সিরিয়ালের পাশাপাশি সিনেমাও করছেন তৃণা। টলিউডের দুই প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।শাহরুখের সঙ্গে পাক্কা ১ মিনিট কথাও বলেন তৃণা। প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখেই তো হাত পা ঠাণ্ডা গুনগুনের। সেকথা বলতেই মিষ্টি হেসে তাঁর হাতে চুম্বন করেন শাহরুখ। তিনি প্রথম ছবি ‘দিওয়ানা’ দেখেছেন, তা জানাতেই অবাক হয়ে তাঁর দিকে চেয়েছিলেন কিং খান।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল