সোমালিয়া ওয়েব নিউজ: সম্পন্ন হয়েছে ট্রায়াল রান, এবার উদ্বোধনের পালা। আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রথম বন্দে বারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন। সেদিন থেকেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। শুক্রবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই আবহে ট্রেনে চাপতে ভাড়া লাগবে কত? কী সুবিধা থাকছে এই ট্রেনে?হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানে ভোর ৫টা ৫০ মিনিটে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। ট্রায়াল রানে কিছুটা বেলা ১টা ৪৭ মিনিট নিউ জলপাইগুড়িতে পৌঁছায় ট্রেনটি। যদিও সময়সূচি অনুযায়ী, দুপুর ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছনর কথা ছিল বন্দে ভারতের। এমনিতে টাইম টেবিল অনুযায়ী, হাওড়া থেকে বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ি পৌঁছতে লাগবে সাড়ে ৭ ঘণ্টা। মাঝে শুধু মালদা টাউনে থামবে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। আবার ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে। ট্রেনটি হাওড়ায় পৌঁছবে রাত ১০টা ২০ মিনিটে। এদিকে জানা গিয়েছে, বন্দে ভারতে খাবার দেওয়া হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির পথে ট্রেনে প্রাতঃরাশ এবং দুপুরের খাবার দেওয়া হবে যাত্রীদের। রিপোর্টে দাবি করা হচ্ছে, যাত্রীদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হবে ডাবের জল। সকাল সাতটায় দেওয়া হবে জল-খাবার। বেলা বারোটায় দেওয়া হবে লাঞ্চ। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার পথে ট্রেনে স্ন্যাক্স হিসেবে দেওয়া হবে চা, সিঙাড়া, কেক বা মিষ্টি। ব্যবস্থা থাকবে নৈশ আহারেরও।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক