সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্র সৌকত দীঘাতে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। দীঘাতে এদিন দার্জিলিং থেকে ঘুরতে আসা দীঘাতে এক পরিবার তাদের বয়স্ক মানসিং তামাং হটাৎ থেকে উধাও হয়ে যান।তিনি হোটেল থেকে দোকানে কিছু ক্রয় করতে যান কিন্তু তারপর হোটেলের নাম ও রাস্তা ভুলে অন্য এক হোটেলে গিয়ে রাত ১১ টার সময় উঠেন ঠিক সেই সময় তাদের বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং শেষে না পেয়ে দীঘা থানার দ্বারস্থ হন। এর পর দীঘা থানার স্পেশাল টীম তদন্ত শুরু করেন এবং বিভিন্ন হোটেলে যোগাযোগের মাধ্যমে হারিয়ে যাওয়া মানসিং তামাংকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেন । এদিন দীঘা থানার অফিসার শান্তনু রাউত, কনস্টবল মানব রঞ্জন প্রধান ও ফিরোজ প্রধান এর নেতৃত্বে বয়স্ক তামাং কে খুঁজে নিজেদের দায়িত্ব পালন আর এতে মানসিং তামাং এর পরিবারের দীঘা পুলিশ কে ধন্যাবাদ জানান । দীঘা তে প্রায় ঘুরতে আসা ট্যুরিস্ট কেও না কেও হারিয়ে যান কিন্তু দীঘা পুলিশের সক্রিয়তা ও সাথে সাথে অ্যাকশন এর প্রতিরূপ অনেকের মুখে হাসি ফুটায়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক