সোমালিয়া ওয়েব নিউজ: বেশ কিছুদিন ধরে ক্রমাগত নাকের সমস্যায় ভুগছিলেন এক ব্যক্তি। কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না আদৌ কী হয়েছে। মাঝে মধ্যে নাক থেকে রক্তও পড়ত। শেষে ব্যথায় থাকতে না পেরে চিকিৎসকের কাছে যান ওই ব্যক্তি। সেখানেই গিয়ে কার্যত চমকে ওঠেন সকলে।ঘটনা উত্তরাখণ্ডের শ্রীনগরের গাড়ওয়ালের। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রায় মাসখানেক ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। নাক দিয়ে ব্যথা ও রক্তক্ষরণে অস্থির হয়ে তিনি শ্রীনগর ইউনাইটেড হাসপাতালে পৌঁছান। ইএনটি ডাক্তারকে দেখানোর পর রিপোর্টে দেখা যায় তাঁর নাকে একটি জোঁক ঢুকেছে। সেই জোঁকটির আকার ৫ ইঞ্চি মতো। চিকিৎসকদের দাবি, রক্ত খেয়ে জোঁকটির আকার আরও বাড়ছিল। ফলে বড়সড় বিপদ হতে পারত।শেষে চিকিৎসা করে ওই জোঁকটিকে ব্যক্তির নাক থেকে বার করা হয়। ব্যক্তির দাবি, তিনি কিছুতেই বুঝতে পারেননি যে তাঁর নাকের মধ্যে এতোদিন ধরে একটি জোঁক ঢুকেছিল। চিকিৎসকদের অনুমান, জোঁকটি যখন ওই ব্যক্তির নাকে ঢুকেছিল তখন আকারে ছোট ছিল। পরে রক্ত চুষে জোঁকের আয়তন বেড়ে যায়। আরও কয়েকদিন থাকলে জোঁকটির আকার আরও বেড়ে যেত বলে অনুমান চিকিৎসকদের।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন